৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের হাতে তুলে দিলো ভারতীয় নৌবাহিনী - Southeast Asia Journal

৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের হাতে তুলে দিলো ভারতীয় নৌবাহিনী

৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের হাতে তুলে দিলো ভারতীয় নৌবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত মহাসাগর থেকে উদ্ধার হওয়া এমভি রুয়েন জাহাজ থেকে আটক ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের নৌবাহিনী। শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানায় দেশটির নৌবাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।

ছিনতাইয়ের ৩ মাস পর গত সপ্তাহে ভারতীয় নৌবাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হয় মাল্টার পতাকাবাহী জাহাজটি। এসময় আত্মসমর্পণ করে জলদস্যুরা। নিরাপদে উদ্ধার করা হয় জিম্মি ১৭ নাবিককে। হিন্দুস্তান টাইমস জানায়, জাহাজ ও ক্রুদের মুক্তির জন্য ৫শ’ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল জলদস্যুরা।

প্রায় এক দশক পর আবারও ভারত মাহসগর, আরব সাগরে বেড়েছে জলদস্যুদের উৎপাত। তাদের ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে আসছে ভারতীয় নৌবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।