অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বিলাইছড়ি জোনের খাদ্য সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বিলাইছড়ি জোনের খাদ্য সামগ্রী বিতরণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বিলাইছড়ি জোনের খাদ্য সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১লা এপ্রিল) বিলাইছড়ি জোন কর্তৃক বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবার এবং নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দুস্থ ৪০টি পরিবারবর্গের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর এমন খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়ে বিলাইছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।

বিলাইছড়ি সেনা জোন অধিনায়ক বলেন, দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এবং তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে পেরে আমরা অনেক আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।