খাগড়াছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গরীব, দুঃখী ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোনের আয়োজনে উপজেলার ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিকি, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি ও ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা।
এতে ২শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবণ বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে জোন অধিনায়ক বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও দুঃস্থদের মাঝে দীঘিনালা জোনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার প্রদান করা হলো। সকল ধরনের সাহায্য সহযোগিতা দীঘিনালা জোনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
