চট্টগ্রামে অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক
চট্টগ্রাম নৌ অঞ্চলে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় নাবিক আবাসিক এলাকায় রোববার (৭ এপ্রিল) নিম্ন আয় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রতিনিধি হিসেবে বানৌজা ঈসাখান এর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ শামসুল হক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাসব্যাপী চট্টগ্রামের ভাটিয়ারি, সিআরবি, দেওয়ান হাট, লালখান বাজার, বন্দরটিলা, স্টীলমিল, কাঠগর, জেলে পাড়া, বিজয় নগর, ডাঙ্গারচর, বিমান বন্দর এলাকা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া কক্সবাজার জেলার সেন্ট মার্টিন, কক্সবাজার, পেকুয়া এবং কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বাঙ্গালী পাড়া, মুসলিম পাড়া, আফসারের টিলা, শিলছড়ি, বালুচর, গবঘোনা এলাকাসমুহে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।
উল্লেখ্য ইতোমধ্যে চটগ্রাম নৌ অঞ্চলের এসকল এলাকাসমূহে ১৫ হাজারের অধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।