চীন-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অস্বাভাবিকতা দূর করে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার- মোদী - Southeast Asia Journal

চীন-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অস্বাভাবিকতা দূর করে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার- মোদী

চীন-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অস্বাভাবিকতা দূর করে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার- মোদী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে যে ‘অস্বাভাবিকতা’ আছে তা দূর করতে জরুরিভিত্তিতে দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার, উভয় দেশ এক গুরুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার।

চীন ও ভারতের স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ বলে মার্কিন সাময়িকী নিউজউইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।

“ভারতের জন্য, চীনের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ও অর্থবহ। আমাদের দ্বিপাক্ষিক মিথস্ক্রিয়ায় মধ্যে যে অস্বাভাবিকতা আছে তা পেছনে ফেলে আসতে আমাদের সীমান্তে দীর্ঘদিন ধরে বিরাজমান পরিস্থিতি জরুরিভিত্তিতে মিটিয়ে ফেলা দরকার বলে আমি বিশ্বাস করি,” বলেছেন মোদী।

ইতিবাচক বোঝাপড়ার মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশ সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “ভারত ও চীনের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্যই নয়, পুরো অঞ্চল ও বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমি আশা করি ও বিশ্বাস করি, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা আমাদের সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবো।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।