খাগড়াছড়ির সিন্দুকছড়িতে বৈসাবি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিউজ ডেস্ক
বৈসাবির আনন্দে উত্তাল খাগড়াছড়ির সবুজ পাহাড়। বর্ষ বরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে নতুন সাঁজে সেজেছে পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত পাহাড়ী জনপদ। সকল পাপাচার, গ্লানী ধুয়ে মুছে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরন করতে পাহাড়ের মানুষ ৩দিন ব্যাপী এ উৎসব পালন করে থাকে। পুরাতন বর্ষকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে “বৈসাবীন” উদযাপন কমিটি।
সকালে সিন্দুকছড়ির বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণী ও শিশু-কিশোররা বাহারী সাজে বর্ষ বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এসময় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। শোভাযাত্রাটি সিন্দুকছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডেবলছড়ি গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এতে অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যন মেমং মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।