খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সিন্দুকছড়ি জোন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিন্দুকছড়ি জোনের আওতাধীন জোনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সেবা পৌছানোর লক্ষে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
মেডিকেল ক্যম্পেইনে আগত পাহাড়ে বসবাসরত স্থানীয় ৮৬ জন উপজাতি এবং ১৩১ জন বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করে সিন্দুকছড়ি জোন।
জোনের মেডিকেল অফিসার এর কাছে শারীরিক অবস্থার কথা ব্যক্ত করে পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করে ঔষধ নিয়ে যায় সুবিধা ভোগীরা। পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে এলাকার মানুষ।
উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।