নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে এলো আরও ৩ বিজিপি সদস্য

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে এলো আরও ৩ বিজিপি সদস্য

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে এলো আরও ৩ বিজিপি সদস্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলার নাইংক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের আরও ৩ জন বিজিপি সদস্য।

শনিবার (২০ এপ্রিল) নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের সাপমারা ঝিড়ির সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের ভিতর থেকে ৩ জন বিজিপি সদস্য সিভিল পোশাকে নিরস্ত্রভাবে বাংলাদেশের ভিতরে এসে চাকঢালা বিওপিতে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবছার বলেন, নতুন করে আবারও তিনজন মিয়ানমার বিজিবি সদস্য আসার খবর তিনিও শুনেছেন। বর্তমানে তারা নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি স্কুলের আশ্রয় কেন্দ্রে আছেন।

এই পযর্ন্ত নাইক্ষ‍্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মিয়ানমার বাহিনীর মোট ২৭৭ জন ব‍্যক্তি আশ্রয়ে আছেন। আশ্রিত সবাইকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ এপ্রিল মিয়ানমারে ফেরত পাঠানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে প্রায় দুই বছর ধরে সংঘর্ষ চলে আসছে জান্তা সরকারের। সংঘর্ষের ময়দানে টিকতে না পেরে প্রাণ ভয়ে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে বিভিন্ন সময় শত শত বিজিপি এবং সেনা সদস্য বাংলাদেশের ভিতরে পালিয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *