সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ট্রাক লক্ষ্য করে কেএনএফর গুলি

সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ট্রাক লক্ষ্য করে কেএনএফর গুলি

সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ট্রাক লক্ষ্য করে কেএনএফর গুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচি সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ট্রাক লক্ষ্য করে গুলি চালিয়েছে কেএনএফ সন্ত্রাসীরা।

বুধবার (২৪এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় থানচি উপজেলার সীমান্ত সড়কের ৮ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়িতে উপস্থিত এক শ্রমিক জানান, থানচি বাকলাই সীমান্ত সড়ক নির্মাণ কাজের জন্য চারটি ট্রাকে করে ইট নেওয়া হয়েছিল। ইটগুলো আনলোড করে থানচি সদরে ফেরার পথে ৮ কিলো নামক এলাকায় পৌঁছালে জঙ্গলের ভেতর থেকে সাতজন সশস্ত্র সন্ত্রাসীরা ট্রাক লক্ষ্য করে অতর্কিত গুলি ছোঁড়ে। এসময় তাদের মাথায় মাথায় লাল কাপড় বাঁধা ছিল। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকের বিভিন্ন স্থানে গুলি লাগে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন জানান, ট্রাককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোঁড়ার খবর শুনেছেন। খোঁজ খবর নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় যৌথবাহিনীর চলমান অভিযানে গ্রেফতার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়াও এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।