সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকর্ষিক বন্যায় সড়ক ও ঘরবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল মাদ্রাসায়। এসব আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বুধবার (২৯ মে) সকাল ১০ টায় সাজেকের বাঘাইহাট এলাকায় বন্যার্তদের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারর্প্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভির আহমেদ ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সভাপতি ডা. নাজিম উদ্দীন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল আমিন জানিয়েছেন, এসব হতদরিদ্র ও অসহায়দের সেবায় সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।