রাঙামাটিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন।
আজ বুধবার (২৯ মে) সকালে রিজিয়ন সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ সহায়তার অংশ হিসেবে এদিন ৪টি সেলাই মেশিন, ঘর মেরামতের ৫ বান ঢেউটিন, মাদ্রাসার জন্য ৩টি সিলিং ফ্যান এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য নগদ ৭০ হাজার টাকাসহ মোট এক লাখ ২৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় রিজিয়নের সেনা কর্মকর্তা মেজর তাজদিক বিন নজরুলসহ সেনাবাহিনীর সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।