রাঙামাটিতে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর সদর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৯ মে) সকালে রাঙামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন উপজেলার কলমপতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটডুলু এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ৩৫২ জন পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।
কাউখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল হাসানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার মেজর গোলাম সরোয়ার।
কাউখালী ক্যাম্পের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার অসহায় মানুষ। এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।
সেনাবাহিনী জিানিয়েছে, ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।