৩০ ভরি স্বর্ণালংকার ও ইয়াবাসহ টেকনাফে এক রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

৩০ ভরি স্বর্ণালংকার ও ইয়াবাসহ টেকনাফে এক রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে কোষ্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ মো. রফিক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত রফিক টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের নীর আহাম্মদের ছেলে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার লেদা রোহিঙ্গা শিবির এলাকা থেকে ইয়াবা ও স্বর্ণালংকারসহ তাকে আটক করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্ততে লেদা রোহিঙ্গা শিবির এলাকার রাস্তার পাশ্ববর্তী একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বালিশের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ রোহিঙ্গার যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার শুল্ক স্টেশনে এবং ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।