মিয়ানমারে ৭ ‌দিনে ৪০০ সেনাসদস্যের মৃত্যু

মিয়ানমারে ৭ ‌দিনে ৪০০ সেনাসদস্যের মৃত্যু

মিয়ানমারে ৭ ‌দিনে ৪০০ সেনাসদস্যেরাখাইনে জান্তা-বিদ্রোহী বড় সংঘাতের আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে চলতি মাসের প্রথম সপ্তাহেই বিদ্রোহী গোষ্ঠীদের সাথে লড়াইয়ে চারশতাধিক সেনাসদস্য মারা গেছে বলে দাবি করেছে আরাকান আর্মি। রাখাইন রাজ্যের বিভিন্ন শহরে জুন মাসের প্রথম কয়েকদিনেই এই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে জানিয়ে এক বিবৃতিতে প্রকাশ করেছে সংগঠনটি। শুক্রবার প্রকাশিত এ বিবৃতি অনুযায়ী, রাখাইনের অ্যান ও থাণ্ডওয়ে শহরে মারা গেছে অন্তত একশ’ সেনাসদস্য।

এদিকে, বিদ্রোহী গোষ্ঠীদের সাথে ক্রমাগত পরাজয়ে বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হামলা চালাচ্ছে সামরিক সরকার। গত ছয়মাসে শুধু রাখাইন রাজ্যেই সেনাবাহিনীর বর্বরতায় ৩১৯ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। ধ্বংস হয়েছে সাড়ে আট হাজার ভবন। আরাকান ভিত্তিক রাজনৈতিক সংগঠন আরাকান লীগ এর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংসাদমাধ্যম নারিনজারা।

অন্য এক প্রতিবেদনে দেশটির রাজনৈতিক কারণে কারাবন্দীদের সংগঠন-এএপিপি জানিয়েছে, মিয়ানমারজুড়ে গতমাসে ৭৪ নারীসহ ২৫৬ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করেছে সেনাসদস্যরা। বাকিদের গ্রেপ্তারের পর হত্যা করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।