খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ৪০ কেজি স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ রাসায়নিক উদ্ধার

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ কাজে ব্যবহৃত ৪০ কেজি রাসায়নিক (Tert Butyl Hydroperoxide) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
গতকাল শুকব্রার (১৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাশিবাড়ি বিওপি অধীনস্ত মন্দির ঘাট নামক স্থান হতে এসব রাসায়নিক উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মন্দির ঘাট এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর কাশিবাড়ি বিওপি’র কর্মরত নাঃ সুবেঃ মোঃ আবুল কালাম আজাদ নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন ৪০ কেজি Tert Butyl Hydroperoxide উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ হাজার টাকা।
বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত এসব রাসায়নিক রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে রা মগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত এলাকায় নরজদারি বৃদ্ধিসহ যে কোন অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে। সীমান্তে সব ধরনের চালাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।