ঈদ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা বিতরণ

ঈদ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা বিতরণ

ঈদ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক দুস্থ ও অসহায় জনগণের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন অঞ্চলের প্রায় ১৩৫ জন জনসাধারণের মধ্যে এক লাখ ২০ হাজার টাকার ঈদ শুভেচ্ছা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি, সেমাই বিতরণ করা হয়।

এছাড়া জোনের আওতায় তিন বেসামরিক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়েছে। এছাড়া ছয় শতাধিক জনসাধারণের মধ্যে মাটিরাঙ্গা জোনের মাধ্যমে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।