রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল নানিয়ারচর সেনা জোন

রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল নানিয়ারচর সেনা জোন

রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল নানিয়ারচর সেনা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোন এর সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসত ঘর নির্মাণের জন্য টিন এবং গরীব ও অসহায় পরিবারের মাঝে গৃহপালিত পশু (ছাগল) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ঘিলাছড়ি এলাকার অসহায় তীর কুমার চাকমার রেমালে ক্ষতিগ্রস্ত বসত ঘর পুণঃনির্মাণ করার জন্য টিন প্রদান করা হয় এবং সেই সাথে বগাছড়ি এলাকার আর্থিক সংকটে জর্জড়িত‌ রেবেকা বেগম ও নিরুপা চাকমাকে পারিবারিকভাবে স্বা বলম্বী করতে সহায়তা স্বরুপ ২টি ছাগল প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল তামজিদুর রহমান চৌধুরী উপস্থিত থেকে এসব টিন ও গৃহপালিত পশু বিতরণ করেন।

তিনি বলেন, সেনাবাহিনী নানিয়ারচরের দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে ।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মসূচিতে, স্থানীয় সকল স্তরের জনগণও নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।