রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নানিয়ারচর সেনা জোন

রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে নানিয়ারচর সেনা জোন

রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নানিয়ারচর সেনা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি জেলা রাঙামাটিতে সাম্প্রতিককালে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসত ঘর নির্মাণের জন্য টিন এবং গৃহপালিত পশু (ছাগল) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসত ঘর নির্মাণের জন্য টিন, নির্মানে সাহায্য এবং গরীব ও অসহায় দুইটি পরিবারের মাঝে গৃহপালিত পশু (ছাগল) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিন, উপজেলার ইসলামপুর এলাকার অসহায় রাজিয়া বেগমের রেমালে ক্ষতিগ্রস্ত বসত ঘর পুণঃনির্মাণ করে দেওয়া হয় এবং সেই সাথে কুতুকছড়ি এলাকার রফিক উদ্দিন ও সুজন চাকমাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা স্বরুপ ছাগল প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী নিজে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed