চীনে নারী পাচার: গ্রেফতারকৃত ৩ জনের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে নারী পাচার অভিযোগে তিন হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা। বুধবার মধ্যরাতে তাদেরকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাঙামাটি নিয়ে আসে পুলিশ। এদিন বিকালে আসামিদের রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
এদিকে গ্রেফতার আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে মানববন্ধন করেছেন বিভিন্ন স্তরের মানুষ।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে পাচারে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। হীরা লাল চাকমার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা, উন্নয়ন কর্মী সুভাশীষ চাকমা, কিকো দেওয়ান, কলেজছাত্র উচিমং মারমা প্রমুখ।
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে ২৬ জুন ঢাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ভুক্তভোগী। মামলার পরই আসামিদের গ্রেফতারে বাঘাইছড়ি থানার (ওসি তদন্ত) দৌজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজমের সহায়তায় উত্তরা আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ওই তিন আসামিকে গ্রেফতার করে রাঙামাটি নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকালে তাদেরকে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে হাজির করা হলে আদালত তিনজনকেই জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।