খাগড়াছড়ির মহালছড়িতে গৃহহীন পরিবারকে সেনাবাহিনীর বসতঘর উপহার

খাগড়াছড়ির মহালছড়িতে গৃহহীন পরিবারকে সেনাবাহিনীর বসতঘর উপহার

খাগড়াছড়ির মহালছড়িতে গৃহহীন পরিবারকে সেনাবাহিনীর বসতঘর উপহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়িতে দরিদ্র ও অসহায় এক পাহাড়ি গৃহহীন পরিবারের জন্য নতুন গৃহনির্মাণ করে দিয়েছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) মহালছড়ির ধুমনিঘাট নতুন পাড়ার বাসিন্দা নীতিময় চাকমার জন্য নির্মিত নতুন টিনসেড ঘর হস্তান্তর করে সেনাবাহিনী।

এসময় নতুন ঘর পাওয়া নীতিময় চাকমা উচ্ছাস প্রকাশ করে বলেন, আগে বৃষ্টি হলে ঘরে পানি পড়ত, পরিবার নিয়ে বসবাসে অনেক কষ্ট পোহাতে হতো। কিন্তু এখন আর এ কষ্ট করতে হবে না। তিনি মহালছড়ি জোন তথা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক জানান, পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে গৃহনির্মাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।