সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ২৯ টন ভারতীয় চিনিসহ যুবক আটক

সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ২৯ টন ভারতীয় চিনিসহ যুবক আটক

সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ২৯ টন ভারতীয় চিনিসহ যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের কানাইঘাট সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে আসা ২৯ টন ভারতীয় চিনিসহ এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালিয়ে চোরাচালানের ওই চিনি বড় চালানসহ একজনকে আটক করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, যৌথ অভিযানের সময় সীমান্ত পথ দিয়ে আসা ৫৮১ বস্তা চিনিসহ দুটি ট্রাক কানাইঘাটের সড়কের বাজার এলাকায় থামানো হয়।

ট্রাকটি রেখে সবাই পালিয়ে যান। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক চিনির ওজন ২৯ টান; যার বাজার মূল্য ৩৮ লাখ টাকা।

ওই চিনি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে এবং আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি জাহাঙ্গীর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।