ভারতে ভয়াবহ বন্যায় তিন দিনে ৩৭ জনের মৃত্যু

ভারতে ভয়াবহ বন্যায় তিন দিনে ৩৭ জনের মৃত্যু

ভারতে ভয়াবহ বন্যায় তিন দিনে ৩৭ জনের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভয়াবহ রূপ নিয়েছে ভারতে বন্যা পরিস্থিতি। ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে দেশটির উত্তরাঞ্চলের জনপদ। গত তিন দিনে সেখানে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ অবস্থায় রাজধানী দিল্লিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার বন্যাপ্রবণ নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার রাতে দিল্লিতে যমুনা নদী বিপৎসীমার ২০৫.৩৩ মিটার অতিক্রম করে। মঙ্গলবার সকালে তা ২০৬.৩২ মিটারে পৌঁছে যায়। এর কারণ হাথনিকু­ ব্যারেজ থেকে অধিক পরিমাণ পানি ছেড়ে দিয়েছে হরিয়ানা।

কর্মকর্তারা বলছেন, যমুনা নদীর পানি আগের অনুমান থেকে অনেক বেশি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় যমুনার পানি আরও বাড়বে। এ নদীতে উচ্চমাত্রায় বন্যার মাত্রা হলো ২০৭.৪৯ মিটার। অর্থাৎ পানি এই সীমায় পৌঁছলে বা একে অতিক্রম করলে উচ্চ মাত্রায় বন্যা দেখা দেবে।

এ অবস্থায় বন্যায় ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে উদ্ধারকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তাদের নেওয়া হচ্ছে বিভিন্ন রিলিফ ক্যাম্প এবং কমিউনিটি সেন্টারে।

দিল্লি­ সরকার বন্যাপ্রবণ এলাকা মনিটরিং, যমুনায় পানির স্তরে নজর রাখতে ১৬টি কন্ট্রোলরুম স্থাপন করেছে দিল্লি সরকার। বন্যা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ৪০ বছরের মধ্যে দিল্লিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর আগে এমন বৃষ্টিপাত হয়েছিল ১৯৮২ সালে। তখন ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছিল ১৬৯ মিলিমিটার। ফলে এই বৃষ্টিপাত অপ্রত্যাশিত এবং শহরের ড্রেনেজ ব্যবস্থার জন্য তা সামাল দেওয়া কঠিন। এমন বৃষ্টিপাত সামাল দেওয়ার উপযোগী করে ড্রেনেজ নির্মাণ করা হয়নি।
ওদিকে আবহাওয়া অফিস আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, এমন বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিলি­, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে।

ভারি বৃষ্টিপাত হচ্ছে ভারতের উত্তরাঞ্চলের প্রায় সব জায়গা। আক্রান্ত এলাকায় রিলিফ ও উদ্ধার অভিযান বৃদ্ধি করেছে আর্মি ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী।

ওই অঞ্চলে বেশ কিছু নদী উপচে পড়ছে। হাঁটু সমান পানির নিচে ডুবে আছে শহর, সড়ক এবং ভবনগুলো। ভারি বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। দেখা দিয়েছে ভূমিধস ও আকস্মিক বন্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর এবং কোটি কোটি রুপির সম্পদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।