গুলি করে হত্যা না করে আমাদের হাতে তুলে দিন: বিএসএফকে বিজিবি ডিজি

গুলি করে হত্যা না করে আমাদের হাতে তুলে দিন: বিএসএফকে বিজিবি ডিজি

গুলি করে হত্যা না করে আমাদের হাতে তুলে দিন: বিএসএফকে বিজিবি ডিজি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে যেসব হত্যা হয় সেগুলো ভারতের দিকে হয়। বিভিন্নভাবে ও বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে বিএসএফের হাতে মারা পড়ে। এমনকি কিছু কিছু ভারতীয় চোরাকারবারিও বিএসএফের হাতে মারা পড়ে।

বৃহস্পতিবার বিকেলে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদরাসা মাঠে ত্রাণ বিতরণে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় তিস্তা পাড়ের ২৫০ জন বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, অনেক সময় সীমান্ত চোরাকারবারিরা ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ওপর আক্রমণ করে বলে তারা (বিএসএফ) দাবি করে। তারা বলে, আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করে। আমরা তাদেরকে বলেছি, গুলি না করে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দিন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিজিবি সবসময় সচেতনামুলক সভা ও সেমিনার করছে। কখনো মসজিদ-মন্দিরসহ সীমান্তে অনুষ্ঠান করে মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়াও চোরাকারবারিসহ অনেক মানুষকে দোকানপাট, ভ্যানগাড়ি কিনে দেয়ার মতো নানাভাবে সহযোগিতা করা হয়েছে। যাতে তারা পুর্বের পেশায় ফিরে গিয়ে সাধারণ জীবনযাপন করে বাঁচতে পারে। এভাবেই আগের তুলনায় সীমান্ত হত্যা অনেক কমে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।