রাঙামাটিতে অসহায় ও হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করল সেনাবাহিনী

রাঙামাটিতে অসহায় ও হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করল সেনাবাহিনী

রাঙামাটিতে অসহায় ও হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর রাঙামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৪ জুলাই) রবিবার সকালে রাঙামাটি জোনের রাবার বাগান আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন ডাবুয়া এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়। যার মাধ্যমে অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ১৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি সিএমএইচ হতে ডাক্তার মেজর মোঃ গোলাম সারোয়ার শুভ এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন।

রাবার বাগান আর্মি ক্যাম্পের আওতাধীন ডাবুয়া এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।