ঢাকাসহ বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং দুস্থ, অসহায় ও গরিবদের ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সদস্যরা।
মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়াম, গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল ও গার্লস কলেজ মাঠে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে এই কর্মসূচি পরিচালনা করে সেনাবাহিনী।
এর মধ্যে দুপুরে সিদ্ধিরগঞ্জে পাওয়ার স্টেশন খেলার মাঠে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা দেয়া হয়।

এ সময় সেনাবাহিনীর-৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিনারি অধিনায়ক লেঃ কর্নেল মো. আতিকুর রহমান খান দুই শতাধিক অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বাবদ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেন।
উল্লেখ্য, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় গত ২০ জুলাই থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সীমিত পরিসরে অসহায় ও দুস্থ মানুষদের চিকিৎসাসেবাসহ ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।