ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৮

ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৮

ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ জন। মঙ্গলবার হওয়া ভূমিধসের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। দুটি গ্রাম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফসহ স্থানীয় বিভিন্ন দফতর উদ্ধার অভিযান পরিচালনা করছে।

উদ্ধারকর্মীরা এখনও কাদামাখা চা বাগান ও গ্রামের মধ্যে থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কেরালার দক্ষিণ উপকূলে একটানা প্রবল বর্ষণে আক্রান্ত ওয়ানাড় জেলার রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে যাওয়ায় ত্রাণ বিতরণও জটিল হয়ে পড়েছে।

সেনা সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য নদীর তীব্র স্রোতের ওপর অস্থায়ী সেতু নির্মাণে চেষ্টা করছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়ে চলেছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ের মতে, ভূমিধ্বসের আগের দু-দিন অন্তত ৫৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারতের সবচেয়ে ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটে ১৯৯৮ সালে। প্রবল বর্ষণে পাহাড়ধসের ঘটনায় সেইবার অন্তত ২২০ জন নিহত হয় আর মাল্পা নামের হিমালয়ের পাদদেশের এক গ্রাম একদম নিশ্চিহ্ন হয়ে যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।