খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

রবিবার (৪ আগষ্ট) সকালে উপজেলার মধ্যবেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তের মাঝে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, তেল ও নুডুলস ইত্যাদি।

দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

এসময় তিনি বলেন, ভবিষ্যতেও যে কোন বিপদে-আপদে দীঘিনাবাসীর জন্য সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবিক সহায়তা বিতরণকালে দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোমেন শিহাব, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।