মাটিরাঙ্গায় বিএনপি নেতার পদত্যাগ - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় বিএনপি নেতার পদত্যাগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

পৌর কমিটির সহ-সভাপতির পদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার মো: আবু মিয়া।

বুধবার (২১ আগষ্ট) সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধির মাধ্যমে দলের সংশ্লিষ্ট দপ্তর সম্পাদকের বরাবর এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। তিনি একান্তই ব্যক্তিগত কারণে এই পদত্যাগপত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে পরিবার সুত্রে।

পদত্যাগপত্র সূত্রে আরো জানা গেছে, ২১ আগস্ট এর পর যদি কোন জাতীয়তাবাদী দলের কমিটিতে তার নাম অন্তর্ভূক্তি করা হয়, তা হবে তার মতামতের বাহিরে বা অনিচ্ছাকৃতভাবে। যার সাথে মো: আবু মিয়ার কোন রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।