কামালকে সভাপতি ও কাদেরকে সম্পাদক করে রামগড় পৌর আওয়ামীলীগের কমিটি গঠন
![]()
নিউজ ডেস্কঃ
সাবেক পৌর আহবায়ক মোঃ রফিকুল আলম কামালকে সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ির রামগড় পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার(২১ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত সদস্যদের ভোটাভুটির মাধ্যমে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নির্বাচিত করা হয।
পৌর আওয়ামীলীগের আহবায়ক মো: রফিকুল আলম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: মোস্তফা হোসেন, বর্তমান কমিটির যুগ্ম আহবাযক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর), সাবেক সহ-সভাপতি ফয়েজ আহম্মদ মিলন।
এ সময় আওয়ামীলীগ নেতা আমীর হোসেন বিএসসি, নুরুল আলম জিকু, আব্দুল আলীম দুলাল, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউছার হাবিব শোভন, সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ছোটন, পৌর ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি রফিকুল আলম কামাল জানান, ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পৌর কমিটি শীঘ্রই গঠন করা হবে।