রতনকে সভাপতি ও জসিমকে সম্পাদক করে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন
![]()
নিউজ ডেস্কঃ
সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলকে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক করে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি টাউন হল মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশনে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিলোৎপল খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, আবদুল জব্বার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন প্রমূখ।
জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সকালের অধিবেশন উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিকাল আড়াইটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ভোটাভোটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে দুজন লড়াই করলেও বর্তমান সভাপতি নিলোৎপল খীসা ৯২ ভোট এবং রতন কুমার শীল ৯৯ ভোট পেয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন ও সুলতান মাহমুদের ১৫৩ ভোট পেয়ে মো: জসিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।