খাগড়াছড়িতে দেশীয় তৈরী বন্দুকসহ ২ ইউপিডিএফ কর্মী আটক
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে দেশীয় তৈরী বন্দুকসহ খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড -ভোলানাথপাড়া এলাকার মৃত রঞ্জন মোহন চাকমার ছেলে অমর কান্তি চাকমা (৬১) ও তার ছেলে সুজন প্রিয় চাকমা (১৮)কে আটক করেছে যৌথবাহিনী। তারা প্রসীত পন্থি ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২২ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান পরিচালনা কালে আসামীদের বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে এক সময় তাদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে জানায় আসামীরা এবং বসতঘরের বাঁশের বেড়া সিলিং এর উপর হইতে আসামী অমর কান্তি চাকমার নিজ হাতে বাহির করে দেয়। বিভিন্ন লেখকের বই ও ৮ (আট)টি আয়-ব্যয়ের রশিদ বই, যাহার প্রতিটি রশিদ বইয়ের উপর ক্রমিক নম্বর যথাক্রমে ক৪৮৬৯, ক৪৮৭০, ক৪৮৭১, ক৪৮৭২, ক৪৮৭৩, ক৪৮৮০, ক৬৬৩৭, ক৬৭৭৬ লিখা আছে। আসামীদ্বয় পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র গ্রুপ (ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য বলিয়া জানান সূত্রটি।
খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, আসামীদ্বয় তাহাদের জ্ঞাত ও হেফাজতে অবৈধ বন্দুক বসতঘরে রাখিয়া ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় একটি মামলা হয়েছে।
