মঙ্গল শোভাযাত্রা ও আলোচনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে শুভ জন্মাষ্টমী পালিত - Southeast Asia Journal

মঙ্গল শোভাযাত্রা ও আলোচনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে শুভ জন্মাষ্টমী পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ-উচ্ছাসের মধ্যে দিয়ে সকালে (২৩ আগষ্ট) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শহরে। খাগড়াছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে। এসময় সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরা এতে অংশ নেন।

খাগড়াছড়িতে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্রার্চায্য, সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি সভাপতি এড. বিধান কানুনগো, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্রার্চায্য ও জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে প্রমুখ।

You may have missed