বন্যা দুর্গতদের মাঝে খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা বিতরণ
নিউজ ডেস্ক
পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির কয়েকটি উপজেলার হাজারও মানুষ পানিবন্দী। চেঙ্গী নদীর পানিতে তলিয়ে গেছে জেলা সদরের অধিকাংশ এলাকা। বন্যা দুর্গত এসব মানুষের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার বিকেলে উত্তর গঞ্জপাড়ায় তীব্র স্রোতের মাঝে গিয়ে বন্যা দুর্গতদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সহায়তা প্রদান করে খাগড়াছড়ি রিজিয়ন। শুকনো খাবারের পাশাপাশি জেলা সদরের গোলাবড়ী ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়াদের মাঝেও রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাগড়াছড়ি রিজিয়ন থেকে জানানো হয়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন খাগড়াছড়ি রিজিয়ন বন্যা দুর্গত ৩ শতাধিক পাহাড়ি বাঙালী পরিবারের ৮ শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করে। এ কার্যক্রম চলমান থাকবেও বলে জানানো হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, মেজর সাদাত রহমান, মেজর মো. রেজাউল করিম ইবনে রশীদ, ক্যাপ্টেন রাফিদ, ক্যাপ্টেন গালিব সহ রিজিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।