চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার মানুষকে উদ্ধার করে মানবিক সহায়তা দিল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার মানুষকে উদ্ধার করে মানবিক সহায়তা দিল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

চট্টগ্রামের বন্যাদূর্গত এলাকার মানুষকে উদ্ধার মানবিক সহায়তা দিল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এবার জোনের আওতাধীন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও ভুজপুরের বিভিন্ন স্থানে দিনভর বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসী মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়াসহ তাদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লক্ষ্মীছড়ি জোন।

চট্টগ্রামের বন্যাদূর্গত এলাকার মানুষকে উদ্ধার করে মানবিক সহায়তা দিল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম বন্যাদুর্গত এসব এলাকায় ঘুরে ঘুরে সারাদিন বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম তদারকি করেন।

জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নাকাল দেশের অন্তত ৯টি জেলার মানুষ। সৃষ্ট এ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা। এর মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনস্ত ভুজপুর, ১ নং বাগান বাজার ইউনিয়ন, চা বাগান, হলুদিয়া মাষ্টার পাড়া, পূর্ব হলুদিয়া, নলুয়া, আঁধার মানিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে।

চট্টগ্রামের বন্যাদূর্গত এলাকার মানুষকে উদ্ধার করে মানবিক সহায়তা দিল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন

খবর পেয়ে সকাল (২২ আগষ্ট) থেকেই বন্যার্ত মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া এসব মানুষের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।