খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যার্তদের মাঝে যামিনীপাড়া ব্যাটালিয়নের খাবার বিতরণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলমান বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির বিতরণকৃত খাবারের মধ্যে রয়েছে, মুড়ি, চিড়া, চিনি ও চাল।
পাশাপাশি এদিন ব্যাটালিয়নের অধীনস্ত বড়পাড়া এলাকায় ১৫টি পাহাড়ি পরিবারের মাঝে ৭৫ কেজি চাল, ডাকবাংলা এলাকায় ২৩টি পরিবার এবং মংজয় কারবারীপাড়া এলাকায় ২২টি পরিবারসহ মোট ৬০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ কদমতলী বিওপির আওতাধীন চাকমাপাড়া ও মাস্টারপাড়া এলাকার ৭০টি পরিবারের মাঝে এবং তাইন্দং বিওপির দায়িত্বপূর্ণ তাইন্দং এলাকার ১০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে মানবতায় সেবায় কাজ করছে বিজিবি। আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ২০২৪ তারিখেও তবলছড়ি বিওপি কর্তৃক আওতাধীন এলাকায় শুকনা খাবার বিতরণসহ সর্বমোট ৪৬০ জন সুবিধাভোগির মাঝে এ খাবার ও সহায়তা প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।