বাঘাইছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে বিজিবির খাবার বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত সাজেকের বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবি ব্যাটালিন ও বাঘাইছড়ি পৌরসভা এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবির পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া হাজারো পাহাড়ি ও বাঙ্গালি পরিবারের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম শুরু করেছে বিজিবি সদস্যরা।
৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান বলেন, বিজিবি সর্বদা সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষের আস্থার প্রতিক হিসেবে রয়েছে। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই খাবার চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে। বিজিবির এমন পদক্ষেপ পানিবন্দি মানুষের মনে স্বস্তি বিরাজ করছে। ভবিষ্যতেও বিজিবির এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
