ভয়াবহ বন্যার কবলে ফটিকছড়ি, বানভাসী মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন
নিউজ ডেস্ক
চট্টগ্রামে ভেঙে গেছে হালদা নদীর উপর নির্মিত বাঁধ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রায় ১৫ ফুট বাঁধ ভেঙে গেছে। ফলে পানি ঢুকছে ফটিকছড়িতে। এর বাইরে বিভিন্ন এলাকায় হালদা নদীর উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।
এছাড়া টানা বর্ষনে সৃষ্ট বন্যায় দিশেহারা চট্টগ্রামের এ উপজেলার বাসিন্দারা। বিশেষ করে উপজেলার ভূজপুরসহ আশেপাশের এলাকায় বন্যায় কবলিত হয়েছে হাজার হাজার মানুষ। এ প্রেক্ষিতে মানবতার ডাকে সাড়া দিয়ে গত ২০ আগষ্ট (মঙ্গলবার) থেকে বন্যাকবলিত এসব মানুষকে উদ্ধার ও উদ্ধার পরবর্তী ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে পাশ্ববর্তী জেলা খাগড়াছড়িস্থ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম নিজে উপস্থিত থেকে এসব বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আজ শুক্রবার (২৩ আগস্ট) ভোর হতেই উদ্ধার ও ত্রাণ তৎপরতার ধারাবাহিকতায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যগণ ফটিকছড়ি উপজেলার ভূজপুর, সুন্দরপুর এবং পাইন্দং এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা এবং ত্রান সহায়তা প্রদান করেন।
একই সাথে পাইন্দং এলাকায় দূর্গত মানুষের মাঝে তাৎক্ষনিক চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।
সূত্র জানায়, উপজেলার ভুজপুরস্থ সুন্দরপুর এলাকায় উদ্ধার তৎপরতার সময় সেনাসদস্যের একটি দল অত্যন্ত নাজুক অবস্থায় তিনজন গর্ভবতী নারীকে উদ্ধার। এদের মধ্যে একজন গর্ভবতী নারীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তৎক্ষনাৎ তাকে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে স্থানান্তর করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।