খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার্তদের মাঝে ৭ বিজিবি মানবিক সহায়তা
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নে বন্যার্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
শুক্রবার (২৩ আগষ্ট) সকালে বাবুছড়া ইউনিয়নের আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহামুদুল হাসান।
তিনি বলেন, ‘চলমান বন্যা পরিস্থিতিতে অত্র ব্যাটালিয়নের আওতাধীন পাহাড়ি-বাঙালি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হলে, আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও যেকোনো দূর্যোগ মোকাবেলায় ব্যাটালিয়নের পক্ষ থেকে এমন কার্যক্রম চলমান থাকবে।’
এ সময় বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল হক, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।