চীনে প্রবল ঝড়বৃষ্টিতে নিহত ১১, নিখোঁজ ১৪
নিউজ ডেস্ক
চলতি সপ্তাহে চীনে উত্তরাঞ্চলীয় শহর হুলুদাও এ প্রবল ঝড়বৃষ্টিতে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। বন্যায় ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে স্থানীয় মিডিয়ার খবরে উল্লেখ করা হয়েছে। খবর আল আরাবিয়া
বন্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেমে পড়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১ লাখ ৮৮ হাজার ৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১.৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বন্যায় রাস্তা, সেতু এবং তারের ভয়াবহ ক্ষতি হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, প্রতিদিন গড়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২.৮ সেন্টিমিটার। যা এ অঞ্চলের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডে বলা হয়েছে, ১৯৫১ সালের পর চীনের হুলুদাওতে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দিনের অর্ধেক সময়ের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এক বছরের বৃষ্টিপাতের সমান।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চীনা সরকার ওই অঞ্চলে ৭০ লাখ ডলারের সহযোগিতা করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।