মোমিনকে সভাপতি, বিজয়কে সম্পাদক করে পানছড়িতে আওয়ামীলীগের কমিটি গঠন - Southeast Asia Journal

মোমিনকে সভাপতি, বিজয়কে সম্পাদক করে পানছড়িতে আওয়ামীলীগের কমিটি গঠন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

আব্দুল মোমিনকে সভাপতি, বিজয় কুমার দেবকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) দুপুরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অধিবেশন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া’র সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব এর সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন -এক সময় পানছড়িতে আওয়ামীলীগের নেতা কর্মীরা তাদের মা-বোন, স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতে পারতো না। জামাত-বিএনপির লোকজন হামলা-মামলা সহ বিভিন্ন নির্যাতন করেছে । আমরা কোন প্রতিশোধ চাই নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করেছি। দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা, আবদুল জব্বার, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক চন্দন কুমার দে, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল ও সাধারণ সম্পাদক কেএম ইসমাঈল হোসেন প্রমূখ।

পরে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোঃ আব্দুল মোমিন সভাপতি, বিজয় কুমার দেব সাধারণ সম্পাদক ও মোঃ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

You may have missed