খাগড়াছড়ির গুইমারায় বন্যা কবলিতদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় বন্যা কবলিতদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় বন্যা কবলিতদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ‍সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।

সকালে (২৫ আগষ্ট) উপজেলার বন্যা কবলিত হাজীপাড়া, আমতলী পাড়া, বড়পিলাক ও হাফছড়ি সহ বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাইসুল ইসলাম খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

খাগড়াছড়ির গুইমারায় বন্যা কবলিতদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

এর আগে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।

খাদ্য সহায়তা বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, গুইমারা রিজিয়ন আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী অসহায় মানুষদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।

এসময় রিজিয়নের বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, স্টাফ অফিসার মেজর মিয়াম সাইফুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।