রাঙামাটির লংগদুতে বন্যার্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্লাবিত রাঙ্গামাটির লংগদু উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন আওতাধীন লংগদু জোন।
সকালে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খোঁজখবর নেন জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া।
এসময় দেড় শতাধিক সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এদিন সেনাবাহিনীর পক্ষ হতে বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলের জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয় এবং জনগণের জানমাল নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকার আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।