পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হওয়া দরকার- পার্বত্য উপদেষ্টা

পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হওয়া দরকার- পার্বত্য উপদেষ্টা

পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হওয়া দরকার- পার্বত্য উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হওয়া দরকার, কারণ নি‌জের প‌কেট থে‌কে চাঁদা দেয়াটা খুব ক‌ষ্টের।

সোমবার (২৬ আগষ্ট) সকা‌লে বান্দরবান সা‌র্কিট হাউজে প্রশাস‌নিক উচ্চ পর্যা‌য়ের কর্মকর্তা‌ ও সূশীল সমাজের সা‌থে এক মত‌বি‌নিময় সভা শে‌ষে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।

এসময় তি‌নি আরো ব‌লেন, শুধু পাহা‌ড়েই নয়, সারা দে‌শেই শা‌ন্তি ফি‌রি‌য়ে আনা দরকার। আপনা‌দের মঙ্গ‌লের জন্য, এ এলাকায় মঙ্গ‌লের জন্য যা যা করার দরকার সব কিছুই কর‌বো। শিক্ষার বিষ‌য়ে তি‌নি ব‌লেন, আমা‌দের দে‌শে শিক্ষার ব্যবস্থা উন্ন‌তি করা দরকার। কারণ আমা‌দের ছে‌লে মে‌য়ে কোন জায়গায় গি‌য়ে তা‌দের এ শিক্ষা নি‌য়ে টিক‌তে পার‌ছেনা।

পর্যটন স্পট পুরোপুরি খুলে দেয়া ও পর্যটকদের অবাদে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা আরো বলেন, পার্বত্য এলাকায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিতদের সাথে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও কেএনএফ বিরোধী অভিযানে গ্রেফতারকৃত নারী ও যুবকদের জামিন এবং ছাড়ার বিষয়ে আইনগত ব্যাপারগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান। ‌দে‌শে শা‌ন্তি ফেরা‌তে জীবন জী‌বিকার মান ও প‌রি‌বেশ উন্নত করা দরকার ব‌লেও ব‌লেন তি‌নি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজা‌হিদ উদ্দিন, পু‌লিশ সুপার সৈকত শাহীন, এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ড বান্দরবান ইউনি‌টের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়া‌ছির আরাফাতসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তা ও সু‌শিল সমা‌জের ব্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed