রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা ফিফার রেফারি! - Southeast Asia Journal

রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা ফিফার রেফারি!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

২০২০ সালের জন্য বাংলাদেশের দুই জন মহিলা রেফারী ফিফার তালিকা ভুক্ত রেফারি হয়েছেন। এরা হলেন রেফারী জয়া চাকমা এবং সহকারী রেফারী সালমা আক্তার।

গত ১৯শে আগস্ট বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরীক্ষায় পাশ করেন এই দুই মহিলা রেফারী। এখন ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায়। সাফ ফুটবলসহ অন্য আসরগুলোতে নিয়মিত খেলা পরিচালনা করেন বাংলাদেশের এই জয়া চাকমা। জয়া রেফারিংয়ের সাথে ফুটবল কোচও। তার কোচিংয়ে বছর দুইয়েক আগে বিকেএসপি মহিলা দল ভারতের সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

রাঙ্গামাটির বরকল উপজেলার মেয়ে জয়া চাকমা খেলা ছেড়ে ২০১০ সাল থেকে বাঁশি বাজাচ্ছেন ফুটবল মাঠে। এত দিন ঘরে এবং দক্ষিণ এশিয়ায় বিভিন্ন টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে ফিফা রেফারি হওয়ার স্বপ্নকে বড় করেছেন। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী ফুটবলের কোচ জয়া চাকমার। জয়া আগামী বছর জানুয়ারি থেকে তালিকাভুক্ত হয়ে যাবেন ফিফার। তখন বড় বড় আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাতে পারবেন বাংলাদেশের এই নারী রেফারি।

এই স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করেছেন জয়া। দীর্ঘ ১০ বছর ধরে চেষ্টায় স্বপ্নপূরণের পর শুক্রবার রাতে টেলিফোনে জয়া বলছিলেন, ‘আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। এর আগে দুইবার পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি। স্বপ্ন থেকে সরে যাইনি। হতাশও হইনি। অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। এবার আমি নিজের ফিটনেস পরীক্ষাটা ভালোভাবে দিয়েছি। চেষ্টা করেছি পাস করতে। শেষ পর্যন্ত আমি পেরেছি।’

You may have missed