বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪৩ বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪৩ বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪৩ বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ আগষ্ট) সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ লক্ষিছড়া, লাচারীপাড়া, কাশিবাড়ী, মহামুনি, বাগানবাজার এবং কয়লারমুখ বিওপি এলাকায় আকষ্মিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় সর্বমোট ২৪১ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪৩ বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

উল্লেখ্য, রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক বন্যা কবলিত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সংকট উত্তরণে কাজ করে যাবে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *