খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিগত কয়েকদিনের বন্যায় বিভিন্ন এলাকার মানুষের পানি বাহিত রোগ দেখা দেয়। তৃণমূল পর্যায়ের এসব মানুষদের সুচিকিৎসার কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও ওষুধ বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ শুক্রবার সকাল থেকে উপজেলার মেরুং ইউপি সংলগ্ন হাইস্কুল মাঠে পাঁচ শতাধিক বিভিন্ন বয়সী পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. একে এম শাহরিয়ার কবির, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম। সকালে মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক।

এছাড়াও দীঘিনালা সেনা জোনের চংড়াছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন চংড়াছড়ি হাইস্কুল মাঠে চার শতাধিক পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে দীঘিনালা জোন কতৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, ক্যাপ্টেন আবু রায়হান, চংড়াছড়ি ক্যাম্প কমান্ডার মো. নাসির উদ্দিন, ৮ নং ইউপি সদস্য শান্তি প্রিয় চাকমা প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।