৩০ কেএনএফ সদস্যকে বান্দরবান থেকে নেয়া হল চট্টগ্রাম কারাগারে
নিউজ ডেস্ক
বান্দরবান জেলা কারাগার থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাদের চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। এ নিয়ে চার দফায় ১০৯ কেএনএফ সদস্যকে বান্দরবান থেকে চট্টগ্রামে নেওয়া হলো।
বান্দরবান জেলা কারাগারের জেলার জাহেদুর রহমান বলেন, বান্দরবান কারাগারে বন্দি আসামির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় ৩০ জন কুকি-চিন সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন বলেন, বান্দরবান থেকে স্থানান্তর করা ৩০ আসামিকে সেলে রাখা হয়েছে।
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংক এবং পরদিন দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনার পর আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। এই অভিযানে এখন পর্যন্ত ১০৯ জন কুকি-চিন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।