৩০ কেএনএফ সদস্যকে বান্দরবান থেকে নেয়া হল চট্টগ্রাম কারাগারে

৩০ কেএনএফ সদস্যকে বান্দরবান থেকে নেয়া হল চট্টগ্রাম কারাগারে

৩০ কেএনএফ সদস্যকে বান্দরবান থেকে নেয়া হল চট্টগ্রাম কারাগারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলা কারাগার থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাদের চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। এ নিয়ে চার দফায় ১০৯ কেএনএফ সদস্যকে বান্দরবান থেকে চট্টগ্রামে নেওয়া হলো।

বান্দরবান জেলা কারাগারের জেলার জাহেদুর রহমান বলেন, বান্দরবান কারাগারে বন্দি আসামির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় ৩০ জন কুকি-চিন সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন বলেন, বান্দরবান থেকে স্থানান্তর করা ৩০ আসামিকে সেলে রাখা হয়েছে।

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংক এবং পরদিন দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনার পর আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। এই অভিযানে এখন পর্যন্ত ১০৯ জন কুকি-চিন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *