রাঙামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কমিটি ঘোষণা
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে কমিটি ঘোষণা করেছে পাহাড়ে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা শাখার বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা সভাপতি মো. হাবিব আজম।
অন্যান্যদের মধ্যে এসময় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, লংগদু উপজেলা শাখার সাবেক সভাপতি মো. রকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত করে মো. সুমন তালুকদারকে সভাপতি, মো. মনির হোসেনকে সম্পাদক ও মো. খালিদ রেজাকে সাংগঠনিক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এ কমিটিকে আগামী একমাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনাও প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।