অবৈধ অনুপ্রবেশঃ ভারতের আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশঃ ভারতের আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশঃ ভারতের আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চার নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন নারী রয়েছেন। পরে এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। প্রতিবেশি ত্রিপুরা রাজ্য থেকে করিমগঞ্জে প্রবেশের চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘‘আমাদের আসাম পুলিশের কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে এবং অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য সতর্কাবস্থায় রয়েছে।’’

তিনি বলেন, বুধবার করিমগঞ্জ জেলা থেকে আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, রিদয় শেখ, আখি শেখ এবং লখিপুর আক্তার নামের পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১ হাজার ৮৮৫ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি জোরদার করেছে।

আসাম পুলিশের মহাপরিদর্শক জি পি সিং বলেছেন, কোনও ব্যক্তি ব্যক্তি যাতে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করতে না পারেন, সেজন্য আসাম পুলিশও সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *