রাঙামাটিতে সেনা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার বিদেশী সিগারেট উদ্ধার

রাঙামাটিতে সেনা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার বিদেশী সিগারেট উদ্ধার

রাঙামাটিতে সেনা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার বিদেশী সিগারেট উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে নেয়ে আসা এক কোটি দুই লক্ষ টাকার বিদেশী সিগারেট উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে জেলা সদরের তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব সিগারেট উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে সেনাবাহিনীর রাঙামাটি জোন ও বিজিবির একটি যৌথ টহল দল তবলছড়ি এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে অবৈধ ভাবে দেশে নিয়ে আসা ৪৫ হাজার প্যাকেট ওরিস এবং ৬ হাজার প্যাকেট ওমেগা সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি দুই লাখ টাকা।

সূত্র আরো জানায়, পরবর্তীতে প্রয়োজনীয় কার্যক্রম শেষে উক্ত সিগারেটগুলো বিজিবির রাঙামাটি সেক্টরের বিজিবি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অব্যাহত অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।